নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে কাজ শুরু করতে চলেছেন নীতীশ কুমার। রাজ্যবাসীকে বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেও কাজ শুরু হবে বলে জানানো হয়েছে বিহার সরকারের তরফে।
গত মাসে ভোটের ফলপ্রকাশের পরেই পরিষদীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের সব মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। শুধু তা-ই নয় সরকারি এবং বেসরকারি মিলিয়ে ২০ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও ওই বৈঠকে প্রস্তাব পাশ করিয়ে নেওয়া হয়।
তবে নীতীশের সরকার এই প্রতিশ্রুতি কতটা পালন করতে পারবে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। ২০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও কী ভাবে সেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, সেই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।কিছু দিন আগেই কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছিলেন, সব দেশবাসীকে কোভিডের টিকা দেওয়ার প্রয়োজন নেই। সেটাকে হাতিয়ার করেই বিরোধীদের প্রশ্ন, সরকার যখন এক দিকে বলছে সবাইকে টিকা দেওয়া হবে না, তখন বিজেপিশাসিত রাজ্যগুলোতে কী ভাবে বিনামূল্যে সকলকে টিকা দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে!