Monday, May 29, 2023
HomeUncategorized'নিলামে আমাকে কেউ নেবে না', এমন কথা কেন বলেছিলেন ধোনি?

‘নিলামে আমাকে কেউ নেবে না’, এমন কথা কেন বলেছিলেন ধোনি?

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ফাইনালে ছাড়পত্র পেয়ে গিয়েছেন। এই নিয়ে ধোনির টিম দশবার ফাইনালে উঠেছে। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে পুরনো একটি ভিডিও যেখানে হর্ষ ভোগলে ইন্টারভিউ নিচ্ছেন ধোনির। সেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে প্রতিবাদ প্লে অফে যাওয়ার রহস্যটা ঠিক কী? উত্তরে ধোনি রসিকতা করে বলেন যদি সেই রহস্যটা তিনি বলেই দেন তাহলে তো আর তাকে কেউ নিলামে নেবেই না।

ক্রিকেটে শেষভাগে এসেও আজও ধোনি ক্রিকেটের ময়দানে যেন আলো জ্বালাচ্ছে। এবারেও ধোনির চেন্নাই সুপার কিংস ফাইনালে উঠেছে তিনি বুঝিয়ে দিলেন তার মস্তিষ্ক এখনো প্রখর কম্পিউটারের চেয়েও। গুজরাটের বিরুদ্ধে তিনি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন।

হর্স ভোগলে তাকে জিজ্ঞাসা করেন এবারে তিনি কি করতে চান তার উত্তরের ধ্বনি বলেন পরের মৌসুম আস্তা এখনো ৮-৯ মাস বাকি তাই এখনই তিনি সেই নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না। আপাতত পরে মৌসুম নয় এই মৌসুমেই দেখতে চায় ধোনির অনুরাগীরা তাকে আরো একবার ট্রফি হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments