More
    Homeখবরনেইমার-এমবাপে দ্বন্দ্ব! গুঞ্জন কতটা সত্যি, তা আচমকাই সামনে চলে এল নেইমারের বার্তায়

    নেইমার-এমবাপে দ্বন্দ্ব! গুঞ্জন কতটা সত্যি, তা আচমকাই সামনে চলে এল নেইমারের বার্তায়

    নেইমার-এমবাপে দ্বন্দ্ব! গুঞ্জন কতটা সত্যি, তা আচমকাই সামনে চলে এল নেইমারের বার্তায়। পিএসজিতে দুই তারকা জুটি গড়েন ২০১৭ সালে। এরপর থেকেই দু’জনের মতবিরোধ-দূরত্ব-তিক্ততা প্রকাশ্যেই দেখা যায়। সে’জুটি ভেঙেও যায় গতবছর নেইমার দল ছেড়ে দেওয়ায়। এমবাপেও এবার পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে সই করেছেন। আর এরপরই এমবাপের ব্যাপারে সতীর্থদের নেইমারের সতর্ক বার্তা দেওয়ার বিষয়টা প্রকাশ্যে এনেছেন ফরাসি সাংবাদিক ও টেলভিশিন ব্যক্তিত্ব সাইরিল হানুনা। রিয়ালে খেলা ব্রাজিলিয়ান সতীর্থদের এমবাপে সম্পর্কে আগাম সতর্ক করে দেন নেইমার। পডকাস্টে সাইরিল হানুনা বলেছেন, রিয়ালে ব্রাজিলের যে ফুটবলারেরা খেলে তারা সবাই নেইমারের বন্ধু। নেইমার ও এমবাপের মধ্যে সব সময় একটা লড়াই হত। সেটা যুদ্ধের মতো। নেইমার সেই অভিজ্ঞতা থেকেই ব্রাজিলের সতীর্থদের একটা চিঠি পাঠিয়েছে। সেখানে ও লিখেছে, ‘এমবাপের সঙ্গে খেলাটা অনেকটা নরকযন্ত্রণার মতো।’ প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদেই নেইমারের চার ব্রাজিলিয়ান সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, এনদ্রিক ফিলিপে এবং এদের মিলিতাও খেলছেন। তাদেরকেই মূলত সতর্ক করেছেন নেইমার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments