More
    Homeবিনোদননেট দুনিয়া যখন তোলপাড় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন...

    নেট দুনিয়া যখন তোলপাড় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে, ঠিক সেই সময়ই পরিবার নিয়ে মুখ খুললেন বিগ বি

    যা রটে, তা সবসময় ঘটে না। বাড়ে শুধু জল্পনা। অমিভাত বচ্চন হঠাৎ মুখ খুললেন। তাতে জল্পনাই উস্কে দিলেন আরও। নেট দুনিয়া যখন তোলপাড় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে, ঠিক সেই সময়ই পরিবার নিয়ে মুখ খুললেন বিগ বি। অমিতাভ বচ্চন নিজের একটি ব্লগে পরিবার নিয়ে কারো নাম না করেই লেখেন, ‘মানুষের জীবন নিয়ে নানান রকম মতভেদ আছে থাকাটাই খুব স্বাভাবিক, আমি নিজের ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি কোন জিনিস এভাবে সমাজ মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে লেখালেখি করি না, করা পছন্দ ও করি না।’ এখানেই থামেননি বিগ বি। আরো লেখেন, ‘জল্পনা হচ্ছে জল্পনা… এগুলি অনুমান করা অসত্য, যাচাই ছাড়াই। আমি মনে করি কোন কিছুর সত্যতা যাচাই না করে সেই নিয়ে কোন মন্তব্য করা উচিত নয়, অনেকে অনেক রকম কথাই লিখছে তবে সব কথা সত্যি নয়। আমি আবারও বলবো কোন কথা যাচাই না করে না রটানোই ভালো।’ অমিতাভ বচ্চন সতর্ক করে দিয়ে লেখেন, ‘এগুলো আর কিছুই না, সন্দেহজনক বীজ বপন করে দেয়।’ যদিও লেখার কোন অংশে পরিবারের কারণ নাম বা পুত্র এবং পুত্রবধূর বিচ্ছেদের কথা উল্লেখ করেননি অমিতাভ বচ্চন তবুও এই কথা গুলিকে তাঁর পরিবারের বিরুদ্ধে আনা নানান গুঞ্জনের প্রতিবাদস্বরূপ দেখছেন নেটিজেনরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments