Sunday, September 24, 2023
Homeপশ্চিমবঙ্গনেতাজির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করবেন মমতা...

নেতাজির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে আজ কলকাতায় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে ৮ কিলোমিটার পথ হেঁটে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাবেন তৃণমূল নেত্রী। আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দু’টি গ্যালারির উদ্বোধন করবেন তিনি।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলেরও সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এই স্মৃতিসৌধের নয়া নামকরণ করতে পারেন আজ। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে হতে এই স্মৃতিসৌধের নয়া পরিচয় হতে পারে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এই অনুষ্ঠানে আজ আমন্ত্রণ জানানো হয়েচে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

এরই পাশাপাশি আজ নেতাজির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে কলকাতায় পদযাত্রা করবে তৃণমূল। শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রার পুরোভাগে থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ পথ হেঁটে এসে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জানাবেন তৃণমূলনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments