ম্যাচের বয়স মাত্র ১৩ সেকেন্ড। নেশনস লিগের ম্যাচে ইতালির জাল কাঁপিয়ে দিয়েছিল ফ্রান্স। কিন্তু শুরু দেখে, শেষের অনুমান যাঁরা করেছিলেন, তাঁরা বেশ ঠকেছেন। কারণ, পিছিয়ে পড়া ইতালি ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ম্যাচও জিতে নেয় ৩–১ গোলে। ২০০৮ সালের পর এই প্রথম ফ্রান্সের বিরুদ্ধে জিতল ইতালি। তবে অন্য রেকর্ডটা সত্যিই চমকে দেবে, কারণ ফ্রান্সের মাঠে আয়োজকদের বিপক্ষে ইতালি জিতল ৭০ বছর পর। ১৯৫৪ সালে এক প্রীতি ম্যাচে জয়ের পর এল এই জয়। ২০২২ বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম কোনো ম্যাচে তিন গোল হজম করল ফ্রান্স। গোটা ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন ফ্রান্সের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে।