Wednesday, October 4, 2023
Homeকলকাতানোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুটে সফল দ্বিতীয় মহড়া

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুটে সফল দ্বিতীয় মহড়া

গত ২৭ ডিসেম্বর ওই পথে প্রথম বার মহড়া-দৌড় করেছিলেন কর্তৃপক্ষ। তার পরে বৃহস্পতিবার ফের সফল ভাবে মহড়ার কাজ সম্পূর্ণ করলেন তাঁরা। এ দিন সকাল ১১টা ১৯ মিনিটে নোয়াপাড়া থেকে একটি নন-এসি রেক দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা শুরু করে। বরাহনগর স্টেশন হয়ে সেটি ১১টা ৫৬ নাগাদ দক্ষিণেশ্বরে পৌঁছয়। ফিরতি পথে দক্ষিণেশ্বর থেকে বেলা ১২টা ৩২ মিনিটে ট্রেনটি ছেড়ে নোয়াপাড়া পৌঁছয় ১২টা ৫৮ মিনিটে। কলকাতা মেট্রোর ট্র্যাফিক তত্ত্বাবধানে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এ দিনের মহড়ায় থার্ড রেলে বিদ্যুত্‍ সরবরাহ এবং সিগন্যালিং ব্যবস্থা ঠিক মতো কাজ করছে কি না, খতিয়ে দেখা হয়। ট্রেনের দুলুনি কেমন, স্টেশনে ঢোকার সময়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মধ্যে কতটা ফাঁক থাকছে— পরীক্ষা করেন আধিকারিকেরা। এমনকি স্টেশন থেকে প্ল্যাটফর্মে প্রবেশের পথে থাকা ডিসপ্লে বোর্ড এবং স্বয়ংক্রিয় গেট ঠিক মতো কাজ করছে কি না, দেখা হয় তা-ও। পরীক্ষা করা হয় লিফট এবং এসক্যালেটর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments