More
    Homeখবরপঞ্চম বার কালীঘাটে ডাকা বৈঠকে কী যোগ দেবেন আন্দোলনকারীরা? ইমেল পেয়েই নিজেদের...

    পঞ্চম বার কালীঘাটে ডাকা বৈঠকে কী যোগ দেবেন আন্দোলনকারীরা? ইমেল পেয়েই নিজেদের মধ্যে আলোচনায় জুনিয়র ডাক্তাররা

    সোমবার আবারও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিকেল ৫টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডাকা হয়েছে বৈঠকের জন্য। এই মর্মে মুখ্যসচিব মনোজ পন্থের তরফ থেকে ইমেল পেয়েছেন জুনিয়র ডাক্তারেরা। ওই ইমেলে জানানো হয়েছে, সরকারের তরফ থেকে এটিই ‘পঞ্চম এবং শেষতম চেষ্টা’। তবে ইমেল পাওয়ার পর এখনও ডাক্তারদের কী প্রতিক্রিয়া, তাদের পরবর্তী পদক্ষেপ কী তা জানা যায়নি। আন্দোলনকারীদের পক্ষ থেকে অনিকেত মাহাতো জানিয়েছেন, আপাতত সমস্ত মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা বৈঠকে বসছেন। বৈঠকের পর তাঁদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবেন তাঁরা।

     

    মুখ্যসচিব মনোজ পন্থের তরফ থেকে দেওয়া ইমেলে বলা হয়েছে, ‘‘গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষতম চেষ্টা। খোলামনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী, এই বৈঠকের কোনও ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না কারণ, বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দু’পক্ষের সই থাকবে।’’

     

    শনিবার ডাক্তারদের যে তিরিশ জন প্রতিনিধি বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, সোমবারও তাঁদেরকেই আসতে অনুরোধ করা হয়েছে ইমেলে। বিকাল ৪টে ৪৫ মিনিটের মধ্যে তাঁদের কালীঘাটে পৌঁছে যেতে বলা হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments