Tuesday, May 30, 2023
HomeUncategorizedপথশিশুদের নিয়ে একসঙ্গে মাল্টিপ্লেক্সে বসে রুদ্ধশ্বাস রাজস্থান দেখলেন অনির্বাণ! কুর্নিশ নেটিজেনদের 

পথশিশুদের নিয়ে একসঙ্গে মাল্টিপ্লেক্সে বসে রুদ্ধশ্বাস রাজস্থান দেখলেন অনির্বাণ! কুর্নিশ নেটিজেনদের 

পথের ধারেই কেটে যায় তাদের দিন। দেয়াল পুডিং ও পোস্টারিং দেখা মেলে ফিল্মস্টারদের। মাল্টিপ্লেক্স এ বসে সিনেমা দেখা স্বপ্ন মাত্র। এবার তাদের সেই স্বপ্ন পূরণ করল এক স্বেচ্ছাসেবী সমস্যা ও আধুনিক বুটিক।

 

জনপথ থেকে ৮০ জন শিশুকে নিয়ে তারা দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে ‘দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান’ ছবিটি দেখাতে নিয়ে গেলেন। এবং শুধু তাই নয় ছবির একেম বাবুর সঙ্গে সরাসরি সাক্ষাৎ পেল ক্ষুদেরা। অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এসব কচিকাঁচাদের সঙ্গে কথা বললেন এবং একসাথে বসে ছবিও দেখলেন।

 

শিশুরা রোমাঞ্চিত হয়ে উঠেছিল এমন একটি ছবি দেখার সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা তাদের আগে কখনো হয়নি। ক্রেডিট ফুল হবার সময় সকলকে অবাক করে দিয়ে চলচ্চিত্রের প্রধান অভিনেতা অনির্বাণ চক্রবর্তী তাদের সামনে হাজির হন। আনন্দ উল্লাসে ফেটে পড়ে বাচ্চারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments