More
    Homeকলকাতাপদত্যাগ করলেন কলকাতার আইআইএম-এর প্রথম মহিলা ডিরেক্টর অঞ্জু শেঠ

    পদত্যাগ করলেন কলকাতার আইআইএম-এর প্রথম মহিলা ডিরেক্টর অঞ্জু শেঠ

    পদত্যাগ করলেন কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম)-এর প্রথম মহিলা ডিরেক্টর অঞ্জু শেঠ। শোনা যাচ্ছে, বোর্ডের কর্তাদের সঙ্গে ঝামেলার জেরেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। মাসখানেক ধরেই ইনস্টিটিউটের বোর্ড অব গভর্নর্সদের সঙ্গে নানা কারণে মতবিরোধ হচ্ছিল তাঁর। অঞ্জু শেঠের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ইনস্টিটিউটের শিক্ষক মহলের একাংশও। সূত্রের খবর, অসুস্থতার কারণে দুদিনের ছুটি নিয়েছিলেন। তারপরই পদত্যাগপত্র জমা করেন। কলেজের ডিন প্রশান্ত মিশ্র বর্তমানে ডিরেক্টরের পদ সামলাচ্ছেন। আগামী বছর ফেব্রুয়ারি মাসে অবসর নেওয়ার কথা ছিল অঞ্জু শেঠের। তার আগেই কার্যত পদত্যাগ করলেন তিনি। আইআইএম কলকাতারই প্রাক্তনী অঞ্জু শেঠ। ১৯৭৮ সালে কলেজ পাশ করেন। এর পর মিশিগান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বছর দুয়েক আগে ২০১৮ সালের নভেম্বর মাসে কলকাতা আইআইএমের ডিরেক্টর পদে যোগ দেন। কলকাতা আইআইএমের খ্যাতি শুধু দেশে নয়, আন্তর্জাতিক আঙিনাতেও রয়েছে। আর অঞ্জু শেঠই ছিলেন আইআইএমের প্রথম মহিলা ডিরেক্টর। তবে ঝামেলার শুরু হয় এর পর থেকেই।আইআইএম ক্যালকাটা ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন (আইআইএমসিএফএ)দাবি করে, অঞ্জু শেঠ ডিরেক্টর হয়ে আসার পরেই শিক্ষার মান ও কলেজের পরিচালনায় অনেক অবনতি হয়েছে। নিজেদের মত প্রকাশের স্বাধীনতা নেই শিক্ষকদের। আইআইএমসিএফএ-র আরও অভিযোগ, শিক্ষকদের কোনও দাবি আমলই দিতে চান না ডিরেক্টর। এমনকি পঠনপাঠনের মানও অনেক নেমে গেছে। পূর্ণ সময়ের শিক্ষকদের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে। বিষয়টা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার জন্য কেন্দ্রের কাছে চিঠিও লেখেন আইআইএমসিএফএ-র সদস্যরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments