‘‘‘পদাতিক’ দেখতে দেখতে কান্না চাপতে হয়েছে কয়েক বার”, সৃজিতের ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন। উত্তরে কী লিখলেন পরিচালক? অগস্ট মাসে মুক্তি পায় সৃজিত পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’। ছবির ঝলক থেকে অভিনয়, সবটাই দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল এবং সম্প্রতি ছবিটি নজর কাড়ল সঙ্গীতশিল্পী কবীর সুমনের। পরিচালক হওয়ার নেপথ্যে তিনি নাকি ছিলেন সৃজিতের অনুপ্রেরণা। সুমন তাঁর পোস্টে লিখেছেন, ‘‘সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিটি দেখুন, দেখো সকলে। গতকাল দক্ষিণ কলকাতার রাধা ফিল্ম থিয়েটারে দেখে এলাম… পদাতিক দেখতে দেখতে কান্না চাপতে হয়েছে।’ এই পোস্ট ভাগ করে নিয়ে সৃজিত শিল্পীকে পাল্টা ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘কোনও চলচ্চিত্র নির্মাতার তুলনায়, কবীর সুমনের ‘তোমাকে চাই’ অ্যালবামটি আমাকে চাকরি ছেড়ে স্বপ্নকে ধাওয়া করে নিজের শর্তে ছবি তৈরিতে অনুপ্রাণিত করে। এই কথাগুলোর মাধ্যমে আজ জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হল।’