More
    Homeখবর‘পন্থের প্রত্যাবর্তন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন’

    ‘পন্থের প্রত্যাবর্তন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন’

    ‘পন্থের প্রত্যাবর্তন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন’। কথাটা বলেছেন অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। তাঁরসঙ্গে অনেকেই একমত। ৬৩২ দিন পর টেস্টে ফিরেই সেঞ্চুরি হাঁকান পন্থ। ৬ নম্বর সেঞ্চুরি করে ছুঁয়ে ফেলেন মহেন্দ্র সিং ধোনিকে। বয়স সবে ২৬। এরমধ্যেই প্রশ্ন উঠেছে, অ্যাডাম গিলক্রিস্টের সেঞ্চুরির রেকর্ডও কি ভেঙে ফেলবেন পন্থ। গিলক্রিস্টের সেঞ্চুরির সংখ্যা ১৭। যা উইকেটকিপারদের মধ্যে সর্বোচ্চ। গিলক্রিস্ট নিজেও ফ্যান হয়ে উঠেছেন পন্থের আগ্রাসনে। নিজেই অকপটে স্বীকার করেছেন, ‘ও আমার থেকে বেশি আগ্রাসী। আমি মাঝেসাঝে আগ্রাসী ক্রিকেট খেলতাম। তবে পন্থ একেবারে নির্ভীক’। এমন পন্থের খেলা দেখতে টাকা দিয়ে টিকিট কাটতেও রাজি। গিলি বলেন, ‘ওর খেলা দেখার জন্য আমি টাকা দিতেও রাজি। ও ম্যাচ উইনার, জীবনযুদ্ধে জয়ী। পাশাপাশি ও মানুষ হিসাবেও বেশ মজাদার। যে কোনও চাপের পরিস্থিতিতেও ও সকলকে হাসিখুশি রাখতে পারে।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments