বসিরহাটের সাংসদ, বিশিষ্ট সমাজসেবী হাজি শেখ নুরুল ইসলাম সাহেব বৃহস্পতিবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বেলা ১:১০ নাগাদ, তাঁর নিজ বাসভবনে বহেড়া, বারাসাত, উত্তর ২৪ পরগনায় পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন বলেই খবর পরিবার সূত্রে। শেষ দিকে তাকে হাসপাতাল থেকে নিজ বাসভবনে নিয়ে আসেন তাঁর আত্মীয়রা। বুধবার নিজেও বাসুভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বসিরহাটের সাংসদ।
লোকসভা ভোটের বিপুল জয়। মাঝে মাত্র কয়েকটা মাসের ব্যবধান। ভোটের আগে থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন তিনি। সেকারণে ঠিকমতো প্রচারও চালাতে পারেননি। তবে জয়ী হয়ে দলের সম্মান রেখেছেন তিনি। লোকসভা ভোটের পর থেকে বেশ কয়েকবার অ্যাপেলো ও দিল্লি এইমসে চিকিৎসাজনিত কারণে তাঁকে ভর্তিও হতে হয়। শেষবার কলকাতায় এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন তিনি। নুরুলের আচমকা মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবার পরিজন। দলেও নেমে এসেছে শোকের ছায়া।
নুরুলের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘আমার শ্রদ্ধেয় সহকর্মী, বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের মৃত্যুতে দুঃখিত। তিনি প্রত্যন্ত সুন্দরবন এলাকার একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন এবং তিনি অনগ্রসর অঞ্চলের দরিদ্র মানুষের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। বসিরহাটের মানুষ তাঁর নেতৃত্ব মিস করবে। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।’