Thursday, October 5, 2023
Homeকলকাতা'পরাক্রম মানে বুঝি না, উনি দেশনায়ক ছিলেন': মমতা

‘পরাক্রম মানে বুঝি না, উনি দেশনায়ক ছিলেন’: মমতা

নেতাজি ভবনে নেতাজি জয়ন্তী অনুষ্ঠানে এসে কেন্দ্রকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বন্দরের নামবদল থেকে শুরু করে ন্যাশনাল প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়। একাধিক ইস্যু এদিন তুললেন মমতা।

এদিন মমতা বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু একটা আবেগ। আজও আমার মনে দুঃখ রয়ে গেছে, তার জন্মদিনটা জানলেও, মৃত্যুদিনটা এখনও জানি না।  পরাক্রম মানে আমি বুঝি না। বাংলা, ইংরাজি, সংস্কৃত শব্দ কোনটা আমি জানি না। আমি এটা জানি উনি দেশপ্রেমিক ছিলেন। উনি একজন দেশনায়ক। উনি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। তিনি একজন দার্শনিকও ছিলেন। তাঁর চিন্তাভাবনা দিয়েই তৈরি করেছিলেন ন্য়াশনাল প্ল্যানিং কমিশন। আর এখন ন্যাশনাল প্ল্যানিং কমিশন উঠেই দিয়েছে। যদি আমরা সত্যি নেতাজিকে ভালোবাসি তাহলে কেন এটা তুলে দেওয়া হল। পোর্টের নাম ছিল সুভাষ বন্দর। সেটাও তুলে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তাকে দেশনায়ক হিসাবে আখ্যা দিয়েছিলেন। তাই আমরা দিনটির নাম দেশনায়ক দিবস রেখেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments