More
    Homeখবর‘পরিকল্পিত ভাবে ভাসিয়ে দেওয়া হয়েছে বাংলাকে’, প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী

    ‘পরিকল্পিত ভাবে ভাসিয়ে দেওয়া হয়েছে বাংলাকে’, প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী

    নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তারপরেই জল ছাড়ার জেরে প্লাবিত হতে পারে দক্ষিণবঙ্গের বহু এলাকা। বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে হুগলির পুরশুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্লাবিত এলাকায় দাঁড়িয়ে ঝাড়খণ্ড ও ডিভিসির উপর ক্ষোভ উগরে দিলেন তিনি। এই বন্যা ‘ম্যান মেড’ বলে দাবি করলেন তিনি। কেন্দ্র সরকারের অবহেলাকেও তোপ দাগেন তিনি। জলাধার রক্ষণাবেক্ষনে কেন্দ্রের উদাসীনকেই দায়ী করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

     

    ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ফোন কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেও ক্রমাগত ডিভিসি থেকে জল ছাড়ায় মুখ্যমন্ত্রীর দাবি, “২০০৯ সালের পরে এত জল আগে কখনও ছাড়েনি। সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। নিজেদের রাজ্যে বাঁচানোর জন্য এই জল ছাড়া হয়েছে। পরিকল্পিত ম্যান মেড বন্যা।” বন্যা পরিস্থিতি দেখে ক্ষোভে ফুঁসে তিনি অভিযোগ করেন, “এত জল জীবনে ছাড়েনি। কী পরিস্থিতি দেখুন, দেখুন কী স্রোত। সব বাংলার উপর ঠেলে দাও।”

     

    প্রতিবেশী রাজ্যের জলাধারগুলি থেকে জল ছাড়ার পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, “আগেই বিভিন্ন সময়ে অল্প অল্প করে জল ছাড়লে এই পরিস্থিতি হয় না। একসঙ্গে জল ছাড়লেই প্লাবিত হয়। যখন ৮০ শতাংশ জল থাকে তখন কেন ছাড়ো না?” তবে যে কারণে জলাধারে জল ধরে রাখা সম্ভব হয়নি, সেই রক্ষণাবেক্ষন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান, “কেন্দ্র সরকার ড্রেজিং করলে আরো দু লক্ষ কিউসেক জল ধরে রাখতে পারত ডিভিসি।” কেন্দ্রের অবহেলার জন্য বারবার বাংলার বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments