আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন অরুণ রায়। পরিচালককে দেখতে গেলেন ‘বাঘা যতীন’ দেব। এই মুহূর্তে আইসিইউ বিভাগে সঙ্কটজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শনিবার সেই খানেই গিয়েছিলেন অভিনেতা। বলাবাহুল্য, গত এক বছরের বেশি সময় ধরে কণ্ঠনালীর ক্যানসারে আক্রান্ত তিনি। জানা যায়, ফুসফুসে সংক্রমণ থাকায় গত ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করানো হয় অরুণকে। পরিচালকের ছায়াসঙ্গী হয়ে রয়েছেন তাঁর পরিবার।