Wednesday, June 7, 2023
HomeUncategorizedপরিচালক দেখতে চেয়েছিলেন অন্তর্বাস! ফের বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রিয়াঙ্কার

পরিচালক দেখতে চেয়েছিলেন অন্তর্বাস! ফের বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রিয়াঙ্কার

 

 

ফের একবার প্রিয়াঙ্কার বক্তব্যে বলিউডের ভিতরের খবর ফাঁস হয়ে গেল। যদিও এর আগে বলিউড ছাড়া নিয়ে সরব হয়েছিলেন তিনি। এবারে তিনি ফের একবার সেই কথা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। অভিনেত্রী দাবি তাকে ইন্ডাস্ট্রিতে এক কোনায় ফেলে দেওয়া হয়েছিল এবং তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন বলিউডের অন্তরের রাজনীতিতে। এবারে তিনি তার ক্যারিয়ারের শুরুর দিকের কথা বললেন যেখানে পরিচালক তার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন।

 

অভিনেত্রী এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে বলেন, ২০০২ কিংবা ২০০৩ সালে তাকে এক ছবির জন্য কাস্ট করা হয়েছিল তখন তিনি নতুন ছিলেন ইন্ডাস্ট্রিতে। তখন তিনি এমন একজন পরিচালকের সঙ্গে কাজ করছিলেন তার সঙ্গে আগে তার দেখাও হয়নি। একজন আন্ডার কভার এজেন্টের ভূমিকায় ছিল তার চরিত্র। একটি নির্দিষ্ট দৃশ্যে একজন ব্যক্তিকে সিডিউস করার জন্য তার একের পর এক পোশাক খোলার কথা ছিল। আবার চিত্রনাট্য অনুযায়ী একের পর এক অন্য পোশাক পরার কথাও ছিল কিন্তু সেই দৃশ্য শুটের আগে পরিচালক প্রিয়াঙ্কা কে বলেছিলেন তিনি তার অন্তর্বাস দেখতে চান।

 

অভিনেত্রী এই শুনে খুবই অপমান বোধ করেছিলে তাই দিলে সেই দুদিনের সুখের পর সিনেমাটি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। প্রোডাকশনে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তিনি সমস্ত টাই পূরণ করে দিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments