More
    Homeখবরপরিবর্তন হল শুনানির তারিখ, হঠাৎ কেন পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি?

    পরিবর্তন হল শুনানির তারিখ, হঠাৎ কেন পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি?

    আরজি কর খুন ও ধর্ষণ মামলার পরবর্তী শুনানির তারিখ ছিল ২৭ সেপ্টেম্বর। সেই শুনানির তারিখ পরিবর্তন হয়ে করা হল ৩০ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেলো আরজিকর মামলার শুনানির তারিখ। রাজ্যের আবেদনে পিছিয়ে গেল আরজি কর কাণ্ডের সুপ্রিম শুনানি। আরজি কর কাণ্ডে পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল আগামী ২৭ সেপ্টেম্বর। কিন্তু রাজ্যের আবেদনের ভিত্তিতে পিছিয়ে গেল সেই শুনানি। ২৭ সেপ্টেম্বরের পর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি হবে আগামী ৩০ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টে রাজ্য আবেদন করেছে। তার ভিত্তিতেই পিছিয়ে গেল পরবর্তী শুনানি ।

     

    পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে শুনানির তারিখ পরিবর্তন করার অনুরোধ জানিয়েছে। রাজ্যের পক্ষ থেকে করা আবেদনে শুনানির দিন ২৭ সেপ্টেম্বরের বদলে ৩০ সেপ্টেম্বর চলতি সপ্তাহের যে কোনও অন্য দিনে করার আবেদনও করা হয়। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট শুনানির তারিখ পিছিয়ে দেয়। যদিও শুনানি পিছিয়ে যাওয়া প্রসঙ্গে শীর্ষ আদালত সব পক্ষেরই মতামত নিয়েছে। ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার শেষ শুনানিতে সুপ্রিম কোর্টে সিবিআই আরজি কর ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে স্টেটাস রিপোর্ট জমা দেয়। পাশাপাশি শেষ শুনানিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রশ্নে হাসপাতালের নিরাপত্তা নিয়ে রাজ্যকে রীতিমত কড়া কথা শুনিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে হাসপাতালে নিরাপত্তার প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশও দেওয়া হয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments