More
    Homeখবরপর পর দু'দিন কলকাতা পৌরভবনে সাপের আতঙ্ক

    পর পর দু’দিন কলকাতা পৌরভবনে সাপের আতঙ্ক

    খোদ কলকাতা পৌরসভা ভবনে পর পর দু’দিন সাপের দেখা মেলায় সন্ত্রস্ত হয়ে আছেন বহু কর্মী ও পৌর প্রতিনিধিরা – যারা নিয়মিত পৌরসভায় আসেন। প্রথমে বুধবার ও পরে বৃহস্পতিবার কলকাতা পুরসভায় দেখা মিলেছে ‘বিষহরির’। বুধবার কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে দেখা মিলেছিল সাপের। এরপর বৃহস্পতিবার কাউন্সিলর ক্লাবের বারান্দায় দেখা মিলল সাপের। পর পর দুই দিন সাপের হানা ঘিরে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে কলকাতা পুরসভায়। এদিকে, বনদফতরের কর্মীরা সেখানে পৌঁছলেও সাপ ধরতে ব্যর্থ হয়েছেন তাঁরা। খোদ কলকাতা পৌরসভা ভবনে এভাবে সাপের আনাগোনা বাড়ায় অনেকেই চিন্তিত।

    বুধবারের পরে বৃহস্পতিবার সকালে কলকাতা পৌরসভায় ফের সাপের হানা। যেখানে কাউন্সিলররা এসে বসেন, সেখানের বারান্দায় সাপের দেখা মিলেছে। মুহূর্তে খবর দেওয়া হয় বনদফতরের কর্মীদের। তাঁরা আসেন, চলে তল্লাশিও। তবে সাপ ধরতে পারা যায়নি। জানা যাচ্ছে, যে সাপ বৃহস্পতিবার দেখা গিয়েছে, তা দাঁড়াশ সাপ। অনেকের দাবি বিশেষ বিষধর সাপ নাও হতে পারে। বনকর্মীদের অনুমান করছেন, যে সাপটি দেখা গিয়েছে তা বিষাক্ত নয়। ইঁদুরের খোঁজে এসে থাকতে পারে।

    এই বিষয়ে বনদপ্তরের কর্মীরা কয়েকটি পরামর্শ দিয়ে গেছেন। তারা বলেছেন, ভয় বা প্যানিক না করে শান্ত থাকুন। সপটি কোন দিকে যাচ্ছে লক্ষ রাখুন ও বন দপ্তরকে খবর দিন। কেউ সাপের গায়ে আঘাত করবেন না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments