More
  Homeরাজনৈতিকপশ্চিমবঙ্গের পর আজ অসমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

  পশ্চিমবঙ্গের পর আজ অসমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

  পশ্চিমবঙ্গের পর এবার অসমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ শনিবার অসমে একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । এদিন এক সভায় অংশ নিয়ে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানের সৌন্দর্যায়ন, গুয়াহাটিতে দ্বিতীয় মেডিক্যাল কলেজ এবং ১০টি আইন কলেজ সহ বেশকিছু প্রকল্পের শিল্যান্যাস করবেন শাহ। এছাড়া ৮ হাজার নামঘরের ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাত করে আর্থিক অনুদানও বরাদ্দ করবেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী। অন্যদিকে এই সফরে অসমে এনডিএর বিভিন্ন শরকিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। অমিত শাহর সঙ্গে দেখা করার কথা রয়েছে অসম গণ পরিষদ, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল, গণ শক্তি, রভ যৌথ মঞ্চের প্রতিনিধিদের। পাশাপাশি অসমে দলের কোর কমিটির সঙ্গেও বৈঠক করবেন শাহ। সূত্রের খবর বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে  খোঁজখবর নেবেন তিনি।

  আগামিকাল ২৭ তারিখ অসমের কামাখ্যা মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তিনি রওনা দেবেন মণিপুরের উদ্দেশ্যে। অসমের মতো মণিপুরের ইম্ফলেও একগুচ্ছ প্রকল্পের শিলন্যাস করবেন অমিত শাহ। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

  RELATED ARTICLES

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  - Advertisment -

  Most Popular

  Recent Comments