More
    Homeরাজনৈতিক'পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণে ৩০টি আসনের মধ্যে অন্তত ২৬ আসন পাবে বিজেপি':...

    ‘পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণে ৩০টি আসনের মধ্যে অন্তত ২৬ আসন পাবে বিজেপি’: অমিত শাহ

    পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণে ৩০টি আসনের মধ্যে অন্তত ২৬ আসন পাবে বিজেপি। শুধু তাই নয়, বাড়বে বিজেপির জয়ের ব্যবধানও। দলের ভোট মেশিনারি তাঁকে এমনই রিপোর্ট পাঠিয়েছে বলে রবিবার দিল্লিতে দলের সদর দফতরে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে প্রথম দফায় রাজ্যে রক্তপাতহীন নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে জানিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ফের বলেন, ‘পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।’

    শাহ এদিন বলেন, ‘পশ্চিমবঙ্গে প্রথম দফায় যে ৩০টি আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে ২৬টি আসন জিততে চলেছে বিজেপি। শুধু তাই নয় আসনগুলিতে বিজেপির জয়ের ব্যবধান বাড়বে।’

    শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসার যে ছবি দেখা যায় তা প্রথম দফায় দেখা যায়নি। কোথাও কোনও খুন হয়নি। গুলি চলেনি। বোমা পড়েনি। প্রথম দফায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে রাজ্যে। সেজন্য কমিশনকে ধন্যবাদ জানাই।’

    সঙ্গে তৃণমূলকে বিঁধতেও ছাড়েননি তিনি। শাহ বলেন, ‘আসলে ভোটে কারচুপি করতে পারেনি ওরা। এটাই ওদের অভিযোগ। কিন্তু সেটা খোলাখুলি বলতে পারছে না।’

    শাহ বলেন, ‘তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রতিশ্রুতি যে অন্তঃসারহীন, তা বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে। পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments