Monday, March 27, 2023
Homeপশ্চিমবঙ্গপশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় লরির চাকায় পিষে মৃত্যু ৩ পথচারীর, গুরুতর আহত...

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় লরির চাকায় পিষে মৃত্যু ৩ পথচারীর, গুরুতর আহত আরও ৩ জন

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় লরির চাকায় পিষে মৃত্যু হল ৩ জন পথচারীর। লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন পথচারী। শুক্রবার রাত ১১.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার অন্তর্গত কুঁয়াপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে চন্দ্রকোণা-মেদিনীপুর রাস্তার উপর কুঁয়াপুর হাইস্কুলের সামনে দাঁড়িয়ে থাকা একটি মারুতির সামনে কয়েকজন কথা বলছিলেন। সেই সময় চন্দ্রকোণাগামী একটি মালবাহী লরি প্রথমে মারুতিটির পিছনে ধাক্কা মারে। তারপর মারুতির পাশে যাঁরা দাঁড়িয়েছিলেন তাঁদেরকে পিষে দিয়ে ও ধাক্কা মেরে লরিটি পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থললেই মৃত্যু হয় সেন্টু ঘোষ (৫৫) ও জয়দেব সেনের (৪৫)। পরে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে জিতেন পূজারি (৩৫) নামে আরও একজন মারা যান। তাঁদের তিন জনের বাড়িই কুঁয়াপুরে। অন্যদিকে, এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। তাঁদের মধ্যে দু’জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার জেরে রাতে মেদিনীপুর-চন্দ্রকোণা রাস্তা যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘাতক লরিটির এখনও হদিশ পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments