দু’জনেই ইন্ডাস্ট্রির অতিপরিচিত নাম। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত নিয়েও নেটমাধ্যমে কম আলোচনা হয়নি। কথা হচ্ছে জাভেদ আখতার এবং কঙ্গনা রানাওয়াতকে নিয়ে। তবে এই পাঁচ বছরের আইনি টানাপড়েনে দাঁড়ি পড়েছে বলেই জানিয়েছেন কঙ্গনা। সদ্যই তাঁর পোস্ট করা জাভেদের সঙ্গে একটি নিজস্বীই এর প্রমাণ। কিন্তু কীভাবে মিটল এই বিবাদ?
সম্প্রতি সংবাদমাধ্যমকে বর্ষীয়ান গীতিকার জানিয়েছেন, নায়িকা তাঁর বাড়ি গিয়েছিলেন। তাঁর কাছ ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন মামলা তুলে নেওয়ার জন্য।
ঘটনার সূত্রপাত, ২০১৬ সালের এই মার্চ মাসেই। একটি ভিডিয়ো বার্তায় কঙ্গনা হৃতিক রোশনকে নিয়ে কিছু আপত্তিকর কথা বলেছিলেন। রোশন পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সখ্য জাভেদের। তিনি তাই কঙ্গনাকে হৃতিকের কাছে ক্ষমা চাইতে বলেন। স্বাভাবিকভাবেই রাজি হননি অভিনেত্রী। যার ফলে, কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন গীতিকার। পাল্টা অভিযোগ জানিয়ে আদালতে পাল্টা মামলা দায়ের করেন কঙ্গনাও। দীর্ঘ ৫ বছর ধরে চলে এই মামলা।