Tuesday, May 30, 2023
HomeUncategorizedপাঁচ মাসের মধ্যেই ভাই পেতে চলেছে রণবীরের ছোট্ট কন্যা রাহা! সুখবর শোনালেন...

পাঁচ মাসের মধ্যেই ভাই পেতে চলেছে রণবীরের ছোট্ট কন্যা রাহা! সুখবর শোনালেন নীতু 

 

 

নতুন সদস্য এলে কাপুর পরিবারে। আনন্দে আত্মহারা করিনা কাপুর এবং নীতু সিং দুজনেই। ফির একবার পিসি হলেন করিনা কাপুর। ৫ মাসের ছোট্ট রাহা পেল এক মিষ্টি ভাই। সোশ্যাল মিডিয়ায় সেই সংবাদে শেয়ার করলেন নীতু কাপুর। রণবীরের পিসতুভাই আরমান জৈন এবং স্ত্রী অনীষা মালহোত্রার ঘরে জন্ম নিয়েছে এক ফুটফুটে পুত্র সন্তান।

 

বলিউডের অভিনেত্রী নিতু কাপড় নিজেই জানিয়েছেন তার ননদের ছেলে আরমান এবং স্ত্রী অনিসার ঘরে এসেছে একরতি ছেলে। রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নিজেই সেটা শেয়ার করেছেন। নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন করিনা কাপুরও। করিনাও এক অনুষ্ঠানের ছবি শেয়ার করে নতুন বাবা-মাকে ইনস্টাগ্রাম এর শুভেচ্ছা জানিয়েছেন।

 

আনিসার বোন আকাঙ্ক্ষাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে হাসিমুখে আরমান আনিসার পেট ছুঁয়ে রয়েছে। ছবিটি শেয়ার করে আকাঙ্ক্ষা লিখেছেন,”হার্দিক অভিনন্দন আমার ডার্লিং (লাল হার্ট)।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments