ডার্বির রঙ সবুজ মেরুন। কার্লস কুয়াদ্রাত, বিনো জর্জ আর অস্কার ব্রুজো। ডাগআউটে পাঁচ ম্যাচের মধ্যে তিন কোচের কেউই জয় এনে দিতে পারলেন না ইস্টবেঙ্গলকে। পাঁচে পাঁচ হার। লজ্জায় মুখ ঢাকতে হল লাল হলুদ সমর্থকদের। অন্যদিকে অপরাজেয় গ্যালারিতে জ্বলে উঠল সবুজ মেরুন রঙমশাল। মোহনবাগান ২। ইস্টবেঙ্গল ০। প্রথমার্ধে ৪০ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। মনবীরের পাশে অনবদ্য প্লেসিংয়ে গোল। দ্বিতীয়ার্ধের শেষদিকে পেনাল্টি পায়। তাতে গোল করতে ভুল করেননি দিমিত্রি পেত্রাতস। তাতেই আনন্দে ভেসে যায় সবুজ মেরুন গ্যালারি।