More
    Homeআন্তর্জাতিকপাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত দুই শিশু-সহ ৯

    পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত দুই শিশু-সহ ৯

    পাকিস্তানে ফের চিনা নাগরিকদের ওপর ভয়ঙ্কর হামলা হল। বালুচিস্তানের বন্দর শহর গদরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে বহু মানুষের মৃত্যুর খবর আসছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গদরে কর্মরত চিনের ইঞ্জিনিয়ারদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এখনও অবধি দুই শিশু-সহ ৯ জনের মৃত্যুর খবর মিলেছে।

    পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত দুই শিশু-সহ ৯

    Read More-রাজ্যের সমস্ত পানশালার ভিতরে CCTV-‌র সঙ্গে IP‌-‌GPS লাগাতে নির্দেশ আবগারি দফতরের

    গুরুতর জখম তিন জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হচ্ছে। সূত্রের খবর, গদর বন্দরের ইস্ট বে রোডে শুক্রবার স্থানীয় সময় সন্ধে ৭টা নাগাদ বিস্ফোরণ হয়। আত্মঘাতী হামলা হয়েছে বলেই মনে করা হচ্ছে। বালুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি জানিয়েছেন, অন্তত সাত জন চিনা ইঞ্জিনিয়ারিরের মৃত্যুর খবর মিলেছে। দুটি বাচ্চাও মারা গেছে বিস্ফোরণে। স্থানীয় লোকজনও জখম। মৃত্যুর সংখ্যা ঠিক কত তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। দ্য বালুচিস্তান পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই আত্মঘাতী হামলায় অন্তত ৯ জন চিনা ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় বালোচ যোদ্ধারা জড়িত থাকতে পারে বলে অনুমান।

    Read More-এবার থেকে ক্রেতা সুরক্ষা দফতরও সামলাবেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত, দফতরবিহীন মন্ত্রী হিসাবেই থাকছেন সাধন পান্ডে

    জানা গেছে, চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরে কাজ করছিলেন যে ইঞ্জিনিয়াররা তাঁদেরই টার্গেট করা হয়েছে। চিনা ইঞ্জিনিয়ারদের একটি কনভয়ে হামলা চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দিন কয়েক আগে পাকিস্তানের উত্তর-পঞ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৯ চিনা ইঞ্জিনিয়ারের। তাঁরাও চিন-পাকিস্তান আর্থিক করিডরে কাজ করছিলেন। এর আগে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে এক বাসে বিস্ফোরণে ন’জন চিনা নাগরিকের নিহত হওয়ার খবর আসে। ওই বিস্ফোরণের ঘটনার তদন্তের জন্য টিম পাঠিয়েছিল বেজিং। চিনা নাগরিকদের সুরক্ষার আশ্বাস দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments