Wednesday, June 7, 2023
HomeUncategorizedপাকিস্তানে যত অশান্তি মোদীর কারণেই! পাক অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা দিল দিল্লি...

পাকিস্তানে যত অশান্তি মোদীর কারণেই! পাক অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা দিল দিল্লি পুলিশ

গোটা পাকিস্তান জুরে অশান্তির কারণ প্রাক্তন প্রাক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার হওয়ার পর থেকেই। সেই দেশের ইন্টারনেট ব্যবস্থাও বন্ধ করা হয়েছে। আর এইসবের মধ্যেই পাকিস্তানি অভিনেত্রী শেহর শিনওয়ারির টুইট ভাইরাল হয়েছে। সেই টুইটের উত্তর এই দিল্লি পুলিশ যা জবাব দিয়েছে সেই নিয়েই এখন ঝড় গোটা নেট দুনিয়ায়।

এই অভিনেত্রী টুইট করে লিখেছিলেন,” কেউ আমাকে দিল্লী পুলিশের লিংক দিতে পারবে? আমি ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করতে চাই। তাদের জন্যই আমাদের পাকিস্থানে অশান্তির সৃষ্টি হয়েছে। আশা করি ভারতীয় সুপ্রিম কোর্টে আমার এই অভিযোগ শোনা হবে।”

দিল্লি পুলিশের নজরে পড়েছে পাকিস্তানি অভিনেত্রী করা টুইট তারাও পাল্টা উত্তর দিয়েছে। দিল্লী পুলিশ টুইট করে লেখেন,” আমরা সত্যিই খুবই ভয়ে রয়েছি, যে পাকিস্থানে কোন বিচারালয় নেই। কিন্তু এটা যেন অবাক লাগছে যে ওই দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা সত্বেও, আপনি কিভাবে টুইট টি করলেন।” ইমরান খান গ্রেফতার হবার পর থেকে পাকিস্তানের একেবারে আগুন জ্বলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments