Monday, May 29, 2023
HomeUncategorized"পাঠান" ঝড় এখন বাংলাদেশে, প্রথম দিনেই ৪১টি সিনেমা হলে শাহরুখের ছবি হাউস...

“পাঠান” ঝড় এখন বাংলাদেশে, প্রথম দিনেই ৪১টি সিনেমা হলে শাহরুখের ছবি হাউস ফুল!

 

 

বহুদিন ধরে প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে শুক্রবার দিন মুক্তি পেয়েছে শাহরুখের ব্লকবাস্টার ছবি পাঠান। ওপার বাংলায় মুক্তির প্রথম দিনেই রীতিমতো ঝড় তুলল এই ছবি। সূত্র মারফত জানা গিয়েছে প্রথম দিনেই প্রত্যেকটি সিনেমা হল প্রত্যেকটি শো হাউসফুল।

 

ওপার বাংলার মোট ৪১ টি সিনেমা হলে এই ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবি সারাদেশে দিনে মোট ১৯৮ টি করে শো এর সুযোগ পেয়েছে। জানা গিয়েছে মুক্তির আগেই এই ছবির প্রথম দুদিনের শো এর টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। নানান টালবাহানার পর অবশেষে স্মারকের ব্লকবাস্টার ছবি পাঠান মুক্তি পেল বাংলাদেশে। প্রায় ৫২ বছর পর উপহার বাংলায় মুক্তি পেল কোন বলিউডের ছবি।

 

সারা বিশ্বের প্রায় ১১০ টি দেশে বলিউডের সিনেমা নিয়মিত মুক্তি পায়। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশ এতদিন এই তালিকার বাইরে ছিল। ১৯৭১ সালে ‘কাটি পাতাং’ সিনেমা ছিল বলিউডের শেষ মুভি বাংলাদেশের মুক্তি পাওয়া। ৫২ বছর পর এবারে আবার মুক্তি পেল পাঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments