রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে আরও একবার বড় চমক দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের দুয়ারে সরকারকে এনে দেওয়ার পাশাপাশি এবার চালু হতে চলেছে ‘পাড়ায় পাড়ায় সমাধান’। পাড়ার বা এলাকার ছোটখাটো উন্নয়ন যা এলাকার মানুষ এবারে দুয়ারে সরকার শিবিরে এসে দাবি করেছেন সেই সব আবেদনকে মান্যতা দিয়ে তা বাস্তবায়িত করতেই এই নতুন প্রকল্প চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিন বোলপুরে গীতাঞ্জলী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে এই প্রকল্প বা সরকারি কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক নজরে পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প
- ২রা জানুয়ারি থেকে শুরু হবে এই প্রকল্পের কাজ
- চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
- বিভিন্ন ছোটোখাটো কাজও এই প্রকল্পের আওতায় থাকবে
- পাড়ার ছোটসমস্যা সমাধান করা যাবে এই প্রকল্পের মাধ্যমে
- গঠিত আলাদা টাস্ক ফোর্স
- রাস্তা নির্মাণও এই প্রকল্পের আওতায়