‘পাপের ঘড়া উল্টোয়…’ অরিন্দম সাসপেন্ড হতেই ২০ বছরের ক্ষোভ প্রকাশ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ। এই অনেক। ২০ বছর সময় লাগল, সে লাগুক।’ সর্বসমক্ষে লিখলেন অভিনেত্রী। উল্লেখ্য, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। ইতিমধ্যেই সাসপেন্ড করেছে ডিরেক্টর্স গিল্ড। আর তাতেই দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান হল বলে মন্তব্য করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রকাশ্যে স্বস্তিকা লেখেন, ‘‘পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না। ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ, এই অনেক। ২০ বছর সময় লাগল, সে লাগুক। আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। সবাই বেরিয়ে এসো। হাত ধরে একসঙ্গে সরব হই। এটা আমাদের ন্যায্য অধিকার।’