Tuesday, May 30, 2023
HomeUncategorizedপায়ে কাঁচ ঢুকে কেলেঙ্কারি! অস্ত্রপচার হল অনিন্দিতার 

পায়ে কাঁচ ঢুকে কেলেঙ্কারি! অস্ত্রপচার হল অনিন্দিতার 

 

 

হাটুতে কাঁচের টুকরো ঢুকে হলো কেলেঙ্কারি কান্ড অসহ্য যন্ত্রণা সামলানোর পর শেষমেষ হাসপাতালে ছটলেন অনিন্দিতা রায়চৌধুরী। বৃহস্পতিবারই অষ্টপ্রচার হয় অভিনেত্রীর। তবে এখন কেমন আছেন তিনি?

 

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা। এক্কাদোক্কা, গুড্ডি থেকে শুরু করে ধূল কণা, দেশের মাটির মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় অনিন্দিতাকে।

 

মাস্টারের আগে হাটুতে কাঁচের টুকরো ঢুকে যায় অভিনেত্রীর। কিন্তু গুনাহ করেও বুঝতে পারেননি তিনি। দিন কয়েক আগে পায়ে শুরু হয় অসহ্য যন্ত্রণা। হাঁটতে গেলেই ব্যথা করে প্রায় পা ফেলতে পারছিলেন না অভিনেত্রী।

 

অবশেষে ডাক্তার দেখালে অস্ত্র পাচারের কথা বলেন ডাক্তার। চিকিৎসকের পরামর্শ মত হয় অস্ত্র পাচার। আপাতত ১৫ দিনের জন্য পুরোপুরি ইসলামে থাকতে হবে তাকে এমনটাই জানা যায়। ১৫ দিন বাদে সেলাই কাটা হবে এবং ততদিন সাবধানে থাকতে হবে তাকে। ইতিমধ্যে অভিনেত্রীর খোঁজ নিয়েছেন মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments