পায়ে ১০ টি সেলাই! মঙ্গলবার সকালে নিজের বন্দুকের গুলিতে আহত হন গোবিন্দা। এখন কেমন আছেন অভিনেতা? হাসপাতাল থেকে ফিরে মামার স্বাস্থ্যের খবর দিলেন ভাগ্নে ক্রুষ্ণা। সমাজমাধ্যমে তিনি লিখে জানালেন, ‘মামার এখন আগের থেকে অনেকটা ভাল আছেন। আপনাদের সকলকে ধন্যবাদ তাঁর জন্য প্রার্থনা করার জন্য। মামার দ্রুত আরোগ্য কামনা করছি।’ উল্লেখ্য, মঙ্গলবারই কলকাতায় আসার কথা ছিল অভিনেতার। আর তার আগেই ঘটল বিপত্তি। নিজের রিভলভার থেকেই হাঁটু থেকে ঠিক দুই ইঞ্চি নীচে গুলি লাগে গোবিন্দার। তাঁর চিকিৎসক জানিয়েছেন গুলি বের করে নেওয়ার পর অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন অভিনেতা। তবে হাঁটুর নীচে পড়েছে ৮ থেকে ১০ টি সেলাই।