সময় নষ্ট করার সময় নেই। পারথে পৌঁছেই ওয়াকায় অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু বিরাট কোহলি কোথায়? সবার আগে অস্ট্রেলিয়ায় পৌঁছেও তিনি কেন অনুশীলনে নেই, অবাক করেছে নেটিজেনদের। আদৌ কি বিরাট অনুশীলনে ছিলেন? সম্পূর্ণ গোপনই রেখেছে ম্যানেজমেন্ট। অনুশীলনে মিডিয়া বা সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। ভারতীয় দলের অনুশীলনের সময় গ্রাউন্ড স্টাফদের ফোন ব্যবহার করতেও দেওয়া হয়নি। মাঠ যাতে দেখা না যায়, তারজন্য কালো কাপড় দিয়ে চারপাশ ঘিরে ফেলা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল নিশ্চিত করতে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বর্ডার গাভাসকর সিরিজ। অস্ট্রেলিয়ানরাও গুরুত্ব দিচ্ছে ভারতীয় তারকাদের। অস্ট্রেলিয়ান সংবাদপত্রের কভার পেজে ছাপা হয়েছে বিরাট কোহলির পোস্টার। কোনও কোনও সংবাদপত্রে হিন্দি ভাষাতেও করা হয়েছে শিরোনাম!