পারথে প্রথম দিন বল হাতে অসিদের ডেরায় প্রতিপক্ষকে সর্ষে ফুল দেখিয়েই ছেড়েছেন বুমরাহ-সিরাজরা। হয়েছে রেকর্ডও। লজ্জার রেকর্ডের হাত থেকে দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া বাঁচে কিনা, তাই দেখার। পরিসংখ্যান বলছে, ভারতের বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান ৮৩। সেই লজ্জার নজির এড়াতে এখনও ১৬ রান পিছিয়ে কামিন্সরা। ১৯৮১ সালে মেলবোর্নে ৮৩ রানেই গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। পারথ টেস্টের প্রথম দিন উইকেটের পতন হয়েছে ১৭টি। ভারতের ১০, অস্ট্রেলিয়ার ৭। ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ডও এটাই। ১৯৮০ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার কোনও টেস্ট ইনিংসে ৪০ রান হওয়ার আগে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।