পারথ টেস্টে নেই অধিনায়ক রোহিত শর্মা। সদ্য দ্বিতীয়বার বাবা হয়েছেন। তবে এখনই স্ত্রী রীতিকাকে ছেড়ে যেতে রাজি নন। খেলবেন দ্বিতীয় টেস্ট। সূত্রের খবর, শনিবারই সে’কথা বিসিসিআইকে জানিয়েও দিয়েছেন হিটম্যান। বোর্ডও সম্মান জানিয়ে সেই কথা মেনে নিয়েছে। ফলে, রোহিতকে ছাড়াই ওপেনিং পার্টনারশিপ সাজাতে হবে টিম ইন্ডিয়াকে। যশস্বীর ওপেনিং পার্টনার কে হবেন, সেটাই বড় প্রশ্ন। দৌড়ে রয়েছেন কেএল রাহুল। তবে তিনি চোট পাওয়ার পর দ্বিতীয় দিন প্রস্তুতি ম্যাচে নামেননি। চোটের পরিস্থিতির ওপর নির্ভর করবে। দলে সুযোগ পেতে পারেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণও। রোহিত একান্তই যদি পারথ টেস্ট না খেলেন, তাহলে সহ অধিনায়ক হয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া জসপ্রীত বুমরাহ নেতৃত্ব দেবেন।