Monday, May 29, 2023
HomeUncategorizedপাল্টে গেল অনুরাগের ছোঁয়া-র দিনক্ষণ, দর্শকদের উদ্দেশ্যে বড় ঘোষণা নির্মাতাদের!

পাল্টে গেল অনুরাগের ছোঁয়া-র দিনক্ষণ, দর্শকদের উদ্দেশ্যে বড় ঘোষণা নির্মাতাদের!

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।বর্তমানে বেশ ভালই টিআরপি ফল করেছে। সোনা ওর বাবা সূর্যকে বসিয়ে এনে চন্দনের ফোঁটা দিচ্ছে। তখন সূর্য জিজ্ঞাসা করছে সেসব কেন করছে উত্তরে সোনা বলে তার বাবার তো আজকে বিয়ে। তখন সূর্য মনে মনে ভাবে সত্যিই তাদের আজকে বিবাহবার্ষিকী। আবার দরজায় রুপা দীপা কে নিয়ে এসেছে সূর্যর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। তারপরে সোনা ও রুপা দীপাকে হাত ধরে ঘরের ভেতর নিয়ে আসে।

ছোট্ট রুপা এবং সোনার এই কাজ দেখে লাবণ্য তার স্বামীকে বলে এতদিন সে এই দিনটারই অপেক্ষা করছিল আজ তার স্বপ্ন সত্যি হতে চলেছে। ভগবান তাদের প্রার্থনা শুনেছে এতদিনের।

সূর্য প্রথমে দিবার হাতে হাত রাখতে না চাইলেও দীপা তখন বলে আজকের দিনে সে তার হাত ধরেছিল এবং এখনো ধরে আছে বলেই একে অপরের উপর হাত রাখে। তখন পুরোহিত মশাই হাতের ওপর জল দেয়। এইটা দেখে সোনা রুপা কে বলে মনে হচ্ছে যেন এটা একটা ফ্যামিলি ঠিক যেমন তাদের বন্ধুদের আছে তার কথায় সায় দেয় রূপাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments