Tuesday, May 30, 2023
HomeUncategorizedপাল্টে গেল দিনক্ষণ! হরগৌরী পাইস হোটেল নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের 

পাল্টে গেল দিনক্ষণ! হরগৌরী পাইস হোটেল নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের 

 

দর্শকদের ধারাবাহিকের উপর থেকে আগ্রহ না কমে যায় সেই জন্যে চ্যানেল কর্তৃপক্ষ নতুন নতুন ধারাবাহিক নিয়ে হাজির হন।সেরকমই স্টার জলসার পর্দার একটি ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল। এই ধারাবাহিকে শংকর এবং ঐশানির গল্প তুলে ধরা হয়েছে। ধারাবাহিকে শংকরের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাহুল মজুমদার ও ঐশানীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়।

 

এই প্রমোতে দেখা যাচ্ছে ঐশানি প্রভাবকরকে জিজ্ঞাসা করছে পুরনো অতীতের কথা। প্রভাকর একটি ছবি এঁকে কিছু বোঝানোর চেষ্টা করে। তারপরেই ঐশানি তাকে একটা ছবি দেখায়। তার বউ মনির ছবি। সেইটা দেখেই প্রবাকর পাগলের মতন করতে থাকে।

 

এবারে দর্শকদের কথা মাথায় রেখেই সেই ধারাবাহিক হরগৌরী পাইলস হোটেল এখন সোম থেকে রবি ঠিক রাত দশটায়। ২২ শে মে থেকেই এটি শুরু হতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments