পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদির প্রত্যর্পণে সবুজ সংকেত দিল ব্রিটেনের আদালত। বিচারক স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতীয় বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে আর্থিক দুর্নীতিতে জড়িত ওই ব্যবসায়ীকে।বৃহস্পতিবার, ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুরু হয় প্রত্যর্পণ মামলার শুনানি। দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেল থেকে ভিডিও কনফারেনসিংয়ের মাধ্যমে হাজিরা দেন নীরব মোদি। প্রত্যর্পণ ঠেকাতে তাঁর আইনজীবী যুক্তি দেন, মানসিকভাবে নীরব সুস্থ নন। জোর করে ভারতে পাঠালে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে এই যুক্তি ধোপে টেকেনি। শুনানি শেষে বিচারক স্যামুয়েল গুজ বলেন, ‘ভারতে পাঠালে নীরব মোদি আত্মহত্যা করতে পারেন এমনটা মনে করার কোনও যুক্তি নেই। তাছাড়া, মুম্বইয়ের অর্থার রোড জেলে সমস্ত চিকিত্সা তিনি পাবেন। ভারতীয় বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে তাঁকে।’