পিসিআর ভ্যানে নিজের সার্ভিস পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের একজন অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর (এএসআই)। শনিবার সকালে সেই সময় পশ্চিম দিল্লির জাখিরা ফ্লাইওভারে ডিউটিতে ছিলেন ওই এএসআই। আত্মঘাতী এএসআই-এর নাম তেজ পাল (৫৫)। তিনি দিল্লি পুলিশের পুলিশ কন্ট্রোল রুম (পিসিআর) উইনিটের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাড়ি গাজিয়াবাদের রাজনগরে।
সকাল সাতটা নাগাদ দিল্লি পুলিশ এ বিষয়ে জানতে পারে। পিসিআর ভ্যান থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। দিল্লি পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, নিজের বুকে গুলি করেন এএসআই তেজ পাল। তাঁকে তত্ক্ষণাত্ এবিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।