More
  Homeবিনোদনপুজোয় নতুন গান আনলেন মনামী! শুনে উচ্ছ্বসিত অনুরাগীরা

  পুজোয় নতুন গান আনলেন মনামী! শুনে উচ্ছ্বসিত অনুরাগীরা

  বছরের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আর মাত্র কয়েকদিন বাকি। এই উপলক্ষে টলিপাড়ার তারকারা অনুরাগীদের জন্য নানান চমক উপহার দিতে চলেছেন। তার মধ্যে একজন হলেন অভিনেত্রী মনামী ঘোষ। পুজোয় অনুরাগীদের জন্য তিনি নিয়ে এসেছেন একটি পুজোর গানের মিউজ়িক ভিডিয়ো।

  গানের নাম ‘আইলো উমা বাড়িতে’। এই গানটিতে মনামীর সাথে দেখা যাবে বাঙালির দুর্গাপুজোর আবেগ, আনন্দ, হুল্লোড়। পরিচালনায় সৈকত বারুরি। তিনি মনামীর সাথে গত বছরও একটি মিউজ়িক ভিডিয়ো করেছিলেন। যা সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল।

  এই বছর মনামির লিপে গানটি গেয়েছেন অন্তরা নন্দী। সঙ্গীতায়োজন করেছেন ম্যাক মল্লার সঙ্গীত পরিচালক জুটি। গীতিকার আকাশ ভট্টাচার্য। মিউজ়িক ভিডিয়োটি প্রকাশের পর থেকেই মনামীর অনুরাগীরা একে অপরের সাথে শেয়ার করে চলেছেন। তারা মনামীর এই নতুন গান এবং ভিডিয়োতে খুবই উচ্ছ্বসিত।

  RELATED ARTICLES

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  - Advertisment -

  Most Popular

  Recent Comments