পুজোর আগেই বড় সিদ্ধান্তটা নিয়ে ফেললেন দীপা কর্মকার। ছাড়লেন জিমন্যাস্টিক্স। ২০১৬ সালে রিওতে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে অংশ নিয়ে প্রদুনোভা ভল্টে তাক লাগিয়ে দিয়েছিলেন আগরতলার মেয়ে। অল্পের জন্য পদক জোটেনি। হয়েছিলেন চতুর্থ। এরপরই চোট আঘাতে জর্জরিত হয়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ডোপিংয়েও নির্বাসিত হতে হয়। অংশ নিতে পারেননি প্যারিস অলিম্পিকেও। অবশেষে জিমন্যাস্টিক্স থেকে অবসর ঘোষণা করলেন ৩১ বছর বয়সী দীপা। সমাজ মাধ্যমেই ঘোষণা করেন তিনি অবসরের। দীপা অবসরের প্রসঙ্গে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটা একটা সহজ সিদ্ধান্ত নয়, তবে এটা সঠিক সময় বলে মনে হয়।