More
    Homeকলকাতাপুজোর আগেই শহর কলকাতায় বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা

    পুজোর আগেই শহর কলকাতায় বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা

    পুজোর আগেই শহর কলকাতায় বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। আগামী সোমবার থেকে প্রতিদিন ২৬৬টি মেট্রো চলবে। বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত দিনে মোট ২৫৬টি মেট্রো চলছিল। তবে পুজোর মরশুমে শেষবেলায় কেনাকাটার হিড়িক আরও পড়বে। সেক্ষেত্রে মেট্রোর চাপও বাড়বে। সেই বিষয়টি মাথায় রেখেই ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রোর।

    পুজোর আগেই শহর কলকাতায় বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা

    Read More-BREAKING: মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

    কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। ২৬৬টি মেট্রো পরিষেবার মধ্যে আপে ১৩৩ ও ডাউনে ১৩৩টি ট্রেন চলবে। সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। ১৬৭টি ট্রেন পাওয়া যাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য। এরমধ্যে ৮৩টি আপ ও ৮৪টি মেট্রো ডাউনে চলবে। আগে ১৪৮টি মেট্রো চলত এই রুটে। সকাল সাড়ে সাতটা নাগাদ একইসঙ্গে দমদম থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ স্টেশনের উদ্দেশে মেট্রো ছাড়বে। অন্যদিকে একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। সাড়ে ৯টার সময় দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে। একইসময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে।

    Read More-ভবানীপুরের খালসা হাই স্কুলের ভোটকেন্দ্রে চরম উত্তেজনা, ভুয়ো ভোটার, রিগিংয়ের অভিযোগ

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments