পুজোর আর মাত্র কয়েকটা দিন। এরইমধ্যে প্রকাশ্যে অভিনেত্রীর প্রথম লুক! পুজোর গানে প্রথমবার দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। নাচে-গানে একেবারে জমে উঠেছিল শুটিং ফ্লোর। পরনে শাড়ি ও অভিনব অলঙ্কারে নজর কাড়লেন শ্রাবন্তী। ‘জয় জয় দুগ্গা মা’ গানটি গেয়েছেন শিল্পী অনন্যা চক্রবর্তী। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন রাহুল ভীর কুমার ঘোষ।