‘এক পরিবার। যেখানে আমরা চারজন।’ নিজের পুত্রসন্তানের আগমন এভাবেই সমাজমাধ্যমে জানালেন রোহিত শর্মা। রোহিত ক্যাপশনে লেখেন ১৫.১১.২০২৪। অর্থাৎ গুরুনানকের জন্মদিনেই রীতিকার কোল আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। সমাজমাধ্যমে এই খবর দিতেই ভক্তদের শুভেচ্ছার বন্যায় ভেসেছেন হিটম্যান। সূর্যকুমার যাদব লিখেছেন, আরেক ক্রিকেটারের জন্ম হল। তার জন্য ছোট আর্মগার্ড, প্যাড রেডি রাখতে হবে। শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার বাকি সতীর্থরাও।