পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। গত ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের দিনেই রূপসা এবং সায়নদীপ সরকারের কোলে এসেছে তাঁদের সন্তান। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোম জন্মগ্রহণ করেছে একরত্তি। সুখবর প্রকাশ্যে আনলেন তাঁর ৫ দিনের মাথায়। সমাজমাধ্যমে দু’টি ছবি শেয়ার করছেন রূপসা এবং সায়নদীপ। যেখানে একটিতে দেখা যাচ্ছে সদ্যোজাতের খুদে দুই হাত ছুঁয়ে আছে মায়ের ঠোঁট। আর অন্যটিতে বাবার একটি আঙুল ধরে রয়েছে একরত্তি। শুভেচ্ছা জানাতে আডিশনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। রূপসা জানান বর্তমানে একেবারেই সুস্থ তিনি এবং সন্তান, দু’জনেই। কী নাম রাখবেন একরত্তির? অবশ্য তা এখনই খোলসা করতে নারাজ রূপসা।