Today Kolkata:- গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) কাটতেই আবার ফিরছে শীতের দাপট। সোমবার থেকে বুধবার দিল্লি (Delhi) এনসিআর এবং একাধিক এলাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে৷ নূন্যতম তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে৷ এই এক দশকে এই নিয়ে এক মাসে ২ বার হল যখন এই প্রবল শৈত্যপ্রবাহ। এমনটাই জানিয়েছে মৌসম বিভাগের ওয়েদার অ্যালার্ট।
আইএমডি’র ওয়েদার আপডেট অনুযায়ী , আগামী ৫ দিনে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তর প্রদেশে ((Uttar Pradesh) রাত ও সকালে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা ছেয়ে থাকবে৷ মৌসম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী , আগামী ১৭ -১৮ জানুয়ারি উত্তর পশ্চিম (North West) এবং মধ্য ভারত (Middle India) একাধিক এলাকায় নূন্যতম তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷

আইএমডি -র ওয়েদার আপডেট (Weather Update) অনুযায়ী , পশ্চিমি ঝঞ্ঝার কারণে ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি অবধি নিম্নতম তাপমাত্রা (Temparature) ধীরে ধীরে ৩- ৫ ডিগ্রি অবধি বৃদ্ধি পাবে৷ সমতল এলাকায় যদি নূন্যতম তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি পতন হয় এবং স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়৷
আগামী ৫ দিনে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তর প্রদেশে (Uttar Pradesh) রাত ও সকালে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা ছেয়ে থাকবে৷ রাজস্থান, পঞ্জাব, হরিয়ানার একাধিক এলাকায় শৈত্যপ্রবাহ৷ আইএমডি-র এক আধিকারিক জানিয়েছেন , পশ্চিমি ঝঞ্ঝা -র থেকে মুক্তি পাওয়ার আগে অবধি দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা (Temparature) দুটিই স্বাভাবিকের থেকে নিচে থাকবে৷ এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও (South Bengal) থাকবে কুয়াশার দাপট বজায় থাকবে।
পুনরায় বাড়ছে শীতের দাপট, দিল্লির একাধিক এলাকায় শৈত্য প্রবাহের পরিস্থিতি, কুয়াশা কলকাতাতে।
নেপালে বিমান দুর্ঘটনার কারণ কি ? ব্ল্যাক বক্স উদ্ধারের পরেই জানা যাবে আসল কারণ, জানাচ্ছে প্রশাসন।
MORE NEWS – লক্ষ্য লোকসভা নির্বাচন: দিল্লিতে প্রধানমন্ত্রীর মেগা রোড শো, রয়েছে জাতীয় কর্ম সমিতির বৈঠক।
সোমবার শুরু বিজেপির (BJP) জাতীয় পর্যায়ের দুদিনের কর্ম সমিতির বৈঠক। সেদিনই দিল্লিতে নরেন্দ্র মোদির মেগা রোড শো। রোড শোকে ঘিরে ইতিমধ্যে দিল্লির (Delhi) প্রশাসনিক স্তরে চূড়ান্ত ব্যস্ততা। ব্যস্ততা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। সূত্রের খবর , সমিতির বৈঠক থেকেই আগামী ২০২৪ লোকসভা নির্বাচনের বার্তা দেবেন বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। CONTINUE READING