জামশেদপুর কে শিল্ড জয়ের অন্যতম কারিগর ছিলেন গ্রেগ স্টুয়াট যিনি এখন বাগানের মাঝ মাঠের ফুল ফোটাচ্ছেন। পুরনো ক্লাব জামশেদপুর এফসি ট্রেনিং গ্রাউন্ড এ ম্যাচ পূর্ববর্তী প্র্যাকটিস করে মোহনবাগান দল। সেই জামশেদপুর এফসি ট্রেনিং গাউন্ড এর জিমে সময় কাটাচ্ছিলেন জর্ডান মারে যিনি ছিলেন গ্রেগ এর প্রাক্তন সতীর্থ। পুরনো বন্ধুর আগমনে আলাপচারিতায় এবং হাসি ঠাট্টাতে মেতে উঠল জর্ডান। সাথে দেখা গেল জেসন কামিংস এবং দিমিত্রি কেও সেই আলাপচারিতায় ।