আজ রাবিবার সকালে পূর্বমেদিনীপুর জেলার কোড়খালি গ্রামে ‘শিশু সান্মেলনি’-র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে গান্ধা, ডালিয়া,এস্তার, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, ইত্যাদি শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।
এ সময় ‘শিশু সান্মেলনি’-র অন্যান্যদের মধ্যে সুসান্ত গুছহাইত, সনাতন সর, জয়দেব মাইতি, গণেশ মাইতি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।