সারা বাংলা জুড়ে যা হচ্ছে তাকে নৈরাজ্যের চূড়ান্ত অবস্থা বলা চলে। খুব সামান্য কারণেই এখন ছুরি, বন্দুক, পিস্তল বেরিয়ে পড়ছে। রবিবার বেশি রাতে তেমন ঘটনা ঘটলো কাঁথিতে। রাতে স্থানীয় এক ক্লাবের ফাংশন চলাকালীন নাচানাচি নিয়ে কথা কাটাকাটি বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। শীতকাল মানেই এখন বিভিন্ন জয়গায় ফাংশান হয়েই চলেছে। গত কয়েক বছর ধরে তো শুধুই উৎসব আর উৎসব। ওখানে উৎসব চলাকালীন আচমকাই এক যুবক অন্য এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। খুনে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।
কাঁথি থানার অদূরে একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠান চলাকালীন এমন ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এই ঘটনা পুলিশ ইতিমধ্যে আরও তদন্ত করছে। মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস ঘটনাস্থলে পৌঁছেছেন। পরিস্থিতি সামাল দিতে র্যাফ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
খুনের মোটিভ নিয়ে সংশয় পুলিশের। খুব সামান্য কারণে খুন হয়েছে বলে মনে করা হচ্ছে না। কাঁথির এসডিপিও দিবাকর দাস জানিয়েছেন, মনোহরচকের মঞ্জুরি গোষ্ঠী ক্লাবে বাৎসরিক একটি অনুষ্ঠান চলছিল। রাত্রি দেড়টার নাগাদ দুই বন্ধুর বচসা হয় তারপর ধারালো অস্ত্রের কোপ মারে গলায়, তারপর যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করছে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।