Monday, March 27, 2023
HomeUncategorizedপূর্ব মেদিনীপুর জেলার কোড়খালি গ্রামে পানীয় জলের লাইন দুর্নীতি!

পূর্ব মেদিনীপুর জেলার কোড়খালি গ্রামে পানীয় জলের লাইন দুর্নীতি!

রাজ্যে শাসক দল যখন প্রচারে দুয়ারে সরকার ঠীক সময় পূর্ব মেদিনীপুর জেলার কোড়খালি গ্রামে পানীয় জলএর লাঈণ  নিয়ে সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ । ‘জলই জীবন’ কথাটা বেমালুম ভুলে গিয়ে পানীয় জল নিয়ে গ্রামবাসিদের  সঙ্গে হটকারিতা শুরু করেছে গ্রামের কিছু স্থানীয় লোক, এবিষয়ে গ্রামের পঞ্চায়েত অবগত হয়েও কোন সহযোগিতা করেননি।

প্রসঙ্গত, গ্রামে পানিয় জলের একটি পাম্প, সেখান থেকে প্রত্যেক বারিতে বারিতে পানিয় জলের লাইন দেওয়ার নামে গ্রামের সবাইকে পাইপ লাইন করায় , প্রত্যেকে অনেক খরচ করে পাইপে লাইন করে। কিন্তু ৩-৪ মাস চালু থাকার পর সাবমারসিবল খারাপ হয়, ২-৩ সপ্তাহ একিভাবে পানিয় জলের সমশসা হতেই থাকে, এবিষয়ে গ্রামের পঞ্চায়েতের কোনও হেলদল নেই । গত জানুয়ারী মাস থেকে একি সমস্যা ছলছে , এখনও কোনও পাইপে জল ছারা হয়নি, তাহলে গ্রামের মানুষকে এত টাকা পাইপ লাইনে খরচ করানোর দায় কে নেবে । গ্রামবাসিরা এ বিষয়ে স্তানিয় বিডিও ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments